রবিবার ● ১৪ জুন ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » তজুমদ্দিনে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত ॥
তজুমদ্দিনে সড়ক দূর্ঘটনায় শিশু নিহত ॥
দ্বীপ নিউজ ডেস্ক॥
ভোলার তজুমদ্দিনে অটোরিক্সার ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশ তার পিতা-মাতার নিকট হস্তাস্তর করেন পুলিশ।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রবিবার সকালে উপজেলার শশীগঞ্জ মধ্য বাজারে উত্তমের চায়ের দোকানে নাস্তা নিতে আসেন ঝিলিক (৭) নামের একটি শিশু। নাস্তা নিয়ে বাসায় ফেরার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ব্যাটারী চালিত অটোরিক্সা শিশুটিকে পিছন থেকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। এ সময় অটোরিক্সাটি তার গায়ের উপর উঠে যায়। এ সময় অটোরিক্সাটি দ্রুতগতিতে চালিয়ে ড্রাইভার পালিয়ে যায়।
পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত ঝিলিক উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দাসপাড়া গ্রামের রণজিৎ ওরফে রনার মেয়ে। তজুমদ্দিন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, নিহত ঝিলিকের পরিবারের অভিযোগ না থাকায় লাশ বাবা-মায়ের নিকট হস্তান্তর করা হয়েছে।