রবিবার ● ১৪ জুন ২০২০
প্রথম পাতা » উপকুল » সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুতে এমপি শাওনের শোক
সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যুতে এমপি শাওনের শোক
হাসান পিন্টু:
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
শনিবার দুুপুরে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন তাঁর নিজস্ব ফেসবুক আইডিতে নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করে একটি স্ট্যাটাস প্রদান করেন। যেখানে লেখা হয়েছে: বর্ষিয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র, সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি আর নেই। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
উল্লেখ্য, শনিবার বেলা ১১টার দিকে রাজধানীর শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নাসিমের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
গত ১ জুন জ্বর-কাশিসহ করোনাভাইরাসের লক্ষণ নিয়ে ঢাকার হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। রাতে করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।