শনিবার ● ১৩ জুন ২০২০
প্রথম পাতা » উপকুল » এমপির ত্রান বিতরনে সার্বক্ষনিক সেবাদানকারী সাংবাদিক সজল চৌধুরী করোনায় আক্রান্ত।
এমপির ত্রান বিতরনে সার্বক্ষনিক সেবাদানকারী সাংবাদিক সজল চৌধুরী করোনায় আক্রান্ত।
জাকির হোসেন, বানারীপাড়া(বরিশাল) প্রতিনিধি।।
মহামারী করোনায় বানারীপাড়া উজিরপুর দুই উপজেলায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলমের সঙ্গে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও পণ্য সামগ্রী নিয়ে হাজির হয়েছেন দরিদ্র পরিবারের দুয়ারে দুয়ারে। এমপির ত্রান বিতরনে সার্বক্ষনিক সেবাদানকারী অন্যতম এই যোদ্ধা সজল চৌধুুরী আজ করোনায় আক্রান্ত। সর্বদা ত্রান বিতরনে নিজেকে নিয়োজিত রাখা, মৃত্যু ভয় না করে, নাওয়া-খাওয়া ঘুম কিংবা বিশ্রাম এর তোয়াক্কা না করে দিন রাত ছুটে চলেছেন ত্রান বিতরন কাজে। দেশে প্রাণঘাতি নভেল করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে একজন সন্মূখ সারির যোদ্ধা হিসেবে ঘরে নয়, বাহিরেই ছিলেন ছাত্রলীগ নেতা সজল চৌধুরী। পবিত্র রমজান মাসেও ইফতারি নিয়ে ছুটেছেন এ ঘর থেকে অন্য ঘরে। শুধু বানারীপাড়ায় নয় পাশের উপজেলা উজিরপুরেও
সংসদ সদস্য মো. শাহে আলমের সঙ্গে ত্রাণ বিতরণে ছুটে বেড়িয়েছেন তিনি। আজ তিনি নিজেই গৃহবন্ধী। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ গৃহে আইসোলেশনে রয়েছে। মহান এই করোনা যোদ্ধা সর্বদা অন্যের কথাই চিন্তা করেছে। এক দুয়ার থেকে অন্য দুয়ারে ছুটে গিয়ে খোঁজ রাখতেন লকডাউন ও হোম
কোয়ারেন্টাইনে থাকায় কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র পরিবারের সদস্যরা কেমন আছেন। করোনা ভাইরাসে বানারীপাড়া উপজেলার যারাই না খেয়ে আছেন ত্রান নিয়েই ছুটে চলতেন তাদের বাড়ি। মানবিকতার এই যোদ্ধা উপ-মহাদেশের সর্ববৃহৎ প্রাচীনতম ছাত্র সংগঠন
বাংলাদেশ ছাত্রলীগের বানারীপাড়া পৌর শাখার সাধারণ সম্পাদক ও বানারীপাড়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সজল চৌধুরী। মুজিব অন্তপ্রাণ এই নেতা নিজের কথা না ভেবে মৃত্যুকে পায়ের ভৃত্য মনে করে ভয়কে জয় করে জীবনের ঝুঁকি নিয়ে গত ৩ মাস পর্যন্ত ছুটেছেন কোভিড-১৯’র আগ্রাসী ছোবলে পরে ঘর বন্দি হওয়া কর্মহীন পরিবারের দুয়ারে দুয়ারে। এর পাশাপাশি অন্তরের সবটুকু ভালোবাসা উজাড় করে দুটি উপজেলার
সংগঠনের সহকর্মীদের খোঁজ রাখতেন প্রতিনিয়ত। নমুনা খোজ খবর ও ত্রান পৌছে দিতে গিয়ে প্রাণঘাতি করোনা রোগে নিজেও আক্রান্ত হতে পারেন যা ছড়িয়ে পড়তে পারে তার পরিবারেও এ ভয়কে পরোয়া না করে দেশ ও মানুষের কল্যাণে ছুঁটে চলা মানবপ্রেমী এ করোনা যোদ্ধা সজল চৌধুরী দুই উপজেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে চলেছেন। করোনার উপসর্গ অনুভব করায় গত ৩ জুন
বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিলেন সজল চৌধুরী। ১০ জুন দুপুরে বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে তার দেয়া নমুনার পজেটিভ রিপোর্ট আসে। পৌর শহরের ৩ নং ওয়ার্ডের নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।এদিকে করোনা আক্রান্ত সজল চৌধুরী তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।