শুক্রবার ● ১২ জুন ২০২০
প্রথম পাতা » উপকুল » মনপুরায় বজ্রপাতে গবাদী পশুর মৃত্যু
মনপুরায় বজ্রপাতে গবাদী পশুর মৃত্যু
মোঃ ছালাহউদ্দিন,মনপুরা:
মনপুরায় হঠাৎ বজ্রপাতে ১টি গবাদী পশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল সাড়ে সাতটায় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে ঘটনাস্থলে ৪০ হাজার টাকা মূল্যের ১টি গবাদী পশু{গাভীর}মৃত্যু হয়েছে।
খোজ নিয়ে জানা যায়,উপজেলার হাজির হাট ইউনিয়নের ২নং ওয়ার্ডে এই ঘটনাটি ঘটে। গরুর মালিক চরযতিন ২নং ওয়ার্ডের বাসিন্দা আঃ রশিদের মেয়ে জোছনা বেগম। সে গরুটি একই গ্রামের বাসিন্দা আবুল কালাম এর নিকট বরগা দিয়েছেন। সকালে আবুল কালাম গরুর দুধ দোয়ার পর গরুটি ঘাস খাওয়ার জন্য জমিতে বেধে রেখে বাড়ীতে আসেন। তখন ঘুড়ি ঘুড়ি বৃষ্টি ছিল। বাড়ীতে আসার পর প্রচন্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বৃষ্টি শেষ হলে গরুর জন্য যায়। গরুর কাছে গিয়ে দেখতে পায় গরুটি বজ্রপাতে মরা গেছে। তখন সে গরুর মালিককে বিষয়টি অবহিত করেন।