বুধবার ● ১০ জুন ২০২০
প্রথম পাতা » উপকুল » ভোলার অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
ভোলার অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক
ভোলা প্রতিনিধি :
ভোলা সদর উপজেলার পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ বেশরকারী শিক্ষক ফোরামের যুগ্ম মহাসচিব, ভোলা মেডিক্যাল সাইন্স এন্ড টেকনোলজির পরিচালক অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম গতকাল রাত ৩ টায় শহরের চরনোয়াবাদ আলিয়া মাদ্রাসা সড়কের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন)। মৃত্যু কালীন তার বয়স ছিলো ৪৩ বছর। দীর্ঘ দিন যাবত তিনি ঠান্ডা জনিত রোগে ভুগছিলেন। আজ বুধবার সকালে ইলিশার গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সকলের প্রিয় এই মানুষটি ব্যক্তিগত জীবনে একজন বিনয়ী, পরোপকারী, সদালাপি ও সদা হাস্যোজ্জল ব্যক্তি ছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ভোলার শিক্ষকদের দাবী আদায়ের প্রতিটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন তিনি। প্রতিটি আন্দোলনে দৃশ্যমান এই সংগঠককে ভোলার শিক্ষক সমাজ চিরদিন মনে রাখবে।
তার অকাল মৃত্যুতে দ্বীপ নিউজ ২৪ পরিবার গভীর শোক ও সমবেদনা প্রকাশের পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। এছাড়া তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, ভোলা জেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক অমিতাভ অপু, বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা জেলা শাখা, বাংলাদেশ বেশরকারী শিক্ষক ফোরামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন।