বুধবার ● ১০ জুন ২০২০
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনের বাল্য বিয়ের অপরাধে জরিমানা
চরফ্যাশনের বাল্য বিয়ের অপরাধে জরিমানা
দ্বীপ নিউজ ডেস্ক :
ভোলা চরফ্যাশনের ওসমানগঞ্জ গ্রামের দশম শ্রেনী পড়ুয়া মেয়েকে বাল্য বিয়ে দেয়ার অপরাধে কনের বাবা মন্জু মিয়াকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। একই অপরাধে বর বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা গ্রামের বশির মোল্লার ছেলে বিকন ফার্মা ঔষধ কোম্পানির প্রতিনিধি শিমুলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন ৯ জুন সন্ধ্যায় এ অর্থদণ্ডাদেশ প্রদান করেন।
জানা গেছে, গত তিন দিন আগে এ বিয়ে সম্পন্ন হয়। স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়ে কনে, বর ও কনের বাবাকে আটক করে নিয়ে আসেন। এসময় জরিমানার পাশাপাশি কনে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত শ্বশুর বাড়িতে আসবে না মর্মে বর শিমুল এর কাছ থেকে লিখিত মুচলেকা নেয়া হয়।