রবিবার ● ৭ জুন ২০২০
প্রথম পাতা » চট্টগ্রাম » সাতকানিয়ায় কোভিড–১৯–এর লক্ষণ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু
সাতকানিয়ায় কোভিড–১৯–এর লক্ষণ নিয়ে ব্যবসায়ীর মৃত্যু
দ্বীপ নিউজ ডেস্ক :
চট্টগ্রামের সাতকানিয়ায় কোভিড-১৯–এর উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর (৬০) মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ওই রাতেই স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাঁর মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ওই ব্যবসায়ীর পরিবার ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও হার্টের অসুস্থতায় ভুগছিলেন। ঈদের পর তাঁর শরীরে সামান্য জ্বর আসে। গত শনিবার সকালে তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাত ১০টার দিকে হাসপাতালের কাছাকাছি পৌঁছালে তাঁর মৃত্যু হয়।