শনিবার ● ৬ জুন ২০২০
প্রথম পাতা » উপকুল » লালমোহনে বজ্রপাতে মেঘনায় পড়ে মাঝি নিখোঁজ
লালমোহনে বজ্রপাতে মেঘনায় পড়ে মাঝি নিখোঁজ
দ্বীপ নিউজ ডেস্ক:
ভোলা লালমোহনের মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নৌকার মাঝি নদীতে পড়ে নিখোঁজ রয়েছে। এতে আহত হয়েছে দুই জেলে। লালমোহন উপজেলার ধলীগৌরনগরের পাটোয়ারীরহাট এলাকায় মেঘনা নদীতে ৬ জুন শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাঝির নাম আবুল কালাম। তিনি পাটোয়ারীর হাট এলাকার এমরান মৌলভী বাড়ীর মৃত আবুল কাশেমের ছেলে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, শনিবার মেঘনা নদীতে মাছ ধরতে যায় আবুল কালাম মাঝি। দুপুরের দিকে বজ্রপাত হলে আবুল কালাম মাঝি নদীতে পড়ে যায়। তার পাশাপাশি থাকা আরেক নৌকার দুই জেলে বজ্রপাতে অজ্ঞান হয়ে পড়ে। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। তারাই আবুল কালাম মাঝির নদীতে পড়ে যাওয়ার খবর জানায়। ঘটনার পর থেকে একাধিক নৌকায় করে উদ্ধারকারী দল নদীতে আবুল কালাম মাঝির খোঁজ করলেও তাকে পাওয়া যায়নি। তাঁর ৩ ছেলে ও ১ মেয়ে রয়েছে।’