শনিবার ● ৬ জুন ২০২০
প্রথম পাতা » দেশজুড়ে » চাঁপাইনবাবগঞ্জে আম পাড়া উৎসবের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে আম পাড়া উৎসবের উদ্বোধন
দ্বীপ নিউজ ডেস্ক :
বিশেষজ্ঞের পরামর্শে ও তত্বাবধানে নিরাপদ, স্বাস্থ্যসম্মত উপায়ে আমপাড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে আমের রাজধানীখ্যাত চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে কালেক্টরেট চত্বর আমবাগানে এ উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, আঞ্চলিক উদ্যানতত্ব গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. জমির উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলমগীর হোসেনসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আম ব্যবসায়ী ও কৃষকরা। এসময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পাড়ার প্রতি কৃষকদের আহব্বান জানান জেলা প্রশাসক।