শনিবার ● ৬ জুন ২০২০
প্রথম পাতা » চাকুরী » ৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের অনুমোদন দিলেন প্রধানমন্ত্রী
দ্বীপ নিউজ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতির প্রেক্ষিতে নতুন ৩ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। খবর বাসসের।স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ জানান, ‘কোভিড-১৯ এর প্রাদুর্ভাবে পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য পরিসেবা বিভাগ গতকাল বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ৩ হাজার নতুন মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগের একটি প্রস্তাব পাঠিয়েছিল। তিনি তাৎক্ষণিকভাবে এটির অনুমোদন দিয়েছেন।’
আজাদ বলেন, এর মধ্যে মেডিকেল টেকনোলজিস্টের সংখ্যা ১ হাজার ২শ’ এবং টেকনিশিয়ানের সংখ্যা ১ হাজার ৮শ’।
তিনি আরও জানান, জন প্রশাসন মন্ত্রনালয়, স্বাস্থ্য মন্ত্রনালয় এবং স্বাস্থ্য সেবা অধিদপ্তর এখন যৌথভাবে কোভিড-১৯ রোগীদের সেবা আরো উন্নত করতে এই ৩ হাজার নতুন মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশান নিয়োগের প্রক্রিয়া শুরু করবে।
করোনা ভাইরাস মহামারি মোকাবেলায় গত মাসে সরকার প্রায় ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দিয়েছে।