বুধবার ● ৩ জুন ২০২০
প্রথম পাতা » অর্থনীতি » তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নে উম্মুক্ত বাজেট ঘোষনা।
তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নে উম্মুক্ত বাজেট ঘোষনা।
ডেস্ক নিউজ ॥ ভোলার তজুমদ্দিনের ৩নং চাঁদপুর ইউনিয়নে ২০২০-২১ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। শনিবার (৩০ মে) সকালে চাঁদপুর ইউনিয়ন পরিষদে হলরুমে চেয়ারম্যান ফখরুল আলম জাহাঙ্গীরের সভাপতিত্বে সচিব আঃ করিম ৪ কোটি ২১ লক্ষ ৫ হাজার ১ শত ৫০ টাকার উম্মুক্ত বাজেট উপস্থাপন করেন। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য খাতে গুরুত্ব দিয়ে নলকূপ, টয়লেট প্রান্তিক জনগোষ্টি, মহিলা, প্রতিবন্ধিসহ গ্রামীণ অবকাঠামো উন্নয়ণের লক্ষমাত্রা নিয়ে ইউনিয়ন পরিষদ জণকল্যাণ মুখি এই বাজেট প্রনয়ণ করেন। জনতার মুখোমুখি উম্মুক্ত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যন মোশারফ হোসেন দুলাল। আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন মাস্টার, প্রেসক্লাব সভাপতি মোঃ রফিক সাদী, ইউপি সদস্য মাস্টার তৈয়বুর রহমান, মোঃ রফিকুল ইসলাম পাটওয়ারী, মোঃ নুর হাফেজ, মোস্তফা কামাল প্রমুখ।
আর, এস