সোমবার ● ১ জুন ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » তজুমদ্দিনে মৎস্য অফিসারের অভিযানে ১লক্ষ গলদার রেনু আটক ॥
তজুমদ্দিনে মৎস্য অফিসারের অভিযানে ১লক্ষ গলদার রেনু আটক ॥
তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলার তজুমদ্দিনে উপজেলা মৎস্য কর্মকর্তা অভিযানে চালিয়ে ১লক্ষ অবৈধ গলদা চিংড়ির পোনা আটক করেন। পরে আটককৃত রেনু মেঘনা নদীতে অবমুক্ত করেন।
সুত্রে জানা যায়, অবৈধ গলদা রেনু ব্যবসায়ীর একটি সিন্ডিকেট উপজেলার চাঁদপুর ইউনিয়নের কেয়ামূল্যাহ বটতলায় পোনা মজুদ করেন এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান অভিযান পরিচালনা করেন। এ সময় একটি ঘর থেকে মজুদ করা অবস্থায় ১ লক্ষ গলদা রেনু আটক করে। পরে আটককৃত রেনু মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
জানতে চাইলে উপজেলা মৎস্য কর্মকর্তা মু.মাহফুজুর রহমান বলেন, বিভিন্ন গবেষণায় দেখা গেছে ১টা রেনু ধরতে ৫শত থেকে ৯ শত পর্যন্ত অন্যপ্রজাতির মাছের পোনা ধ্বংস করা হচ্ছে। তাই অবৈধ রেনু ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থকেবে।