শনিবার ● ৩০ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » বানারীপাড়ায় হঠাৎ করে সন্ধ্যা নদী ভাঙ্গন। এলাকা পরিদর্শন করলেন এমপি শাহে আলম
বানারীপাড়ায় হঠাৎ করে সন্ধ্যা নদী ভাঙ্গন। এলাকা পরিদর্শন করলেন এমপি শাহে আলম
জাকির হোসেন, বানারীপাড়া।।
আবার সর্বনাসা সন্ধ্যা নদীতে ভাঙ্গন। বিলীন গর্ভে পরিনত হচ্ছে বসত বাড়ি। সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বানারীপাড়া উজিরপুর আসনের মাননীয় সংসদ জনাব শাহে আলম। বরিশালের বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি গ্রামের দাসেরহাট বাজারের অদূরে হঠাৎ করে গতরাতে সন্ধ্যা নদীর ভাঙনে ১২টি পরিবারের বসতভিটা বিলীন হয়ে গেছে। ভাঙন কবলিত নদীর তীরে বসবাসরত হাবিব সিকদার, শ্যামল গাইন, যশরত নাটুয়া, মনি বাড়ৈ, সুনীল মাল, রতন বাড়ৈ, নিকুঞ্জ দেউরী, অনিল দেউরী, রাজে আলী সিকদার, নির্মল বাড়ৈ, অমৃত মধু, ও কৃষ্ণ বৈদ্যের ঘরবাড়ি ও গাছপালা সহ বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে যায়। রাক্ষুসী সন্ধ্যায় এক রাতে সবকিছু হারিয়ে নিঃস্ব ও রিক্ত হয়ে ওই পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছেন। এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন বরিশাল ২ আসনের মাননীয় সংসদ জনাব মোঃ শাহে আলম। সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আ.মন্নান মৃধা ভাঙনের শিকার পরিবারগুলোর কয়েকজনের বসত ঘর ও আসবাবপত্র সরিয়ে নিতে সহায়তা করেন। এছাড়া তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের খাবারের দায়িত্ব নেওয়ার পাশাপাশি পুনর্বাসনে সহায়তার আশ্বাস দেন। এ সময় সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা,স্থানীয় ইউপি সদস্য পনিরুজ্জামান পনির প্রমুখ উপস্থিত ছিলেন।এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সার্বিক সহায়তা করা হবে।