বৃহস্পতিবার ● ২৮ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » এবার টর্নেডোতে ক্ষতিগ্রস্থদের পাশে নুরুন্নবী চৌধুরী শাওন এমপি
এবার টর্নেডোতে ক্ষতিগ্রস্থদের পাশে নুরুন্নবী চৌধুরী শাওন এমপি
এম, নুরুন্নবী।।
ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ, রমাগঞ্জ ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে টর্ণেডোর আকস্মিক আঘাতে লন্ডভন্ড দুই শতাধিক ঘর-বাড়ি,আহত হয়েছে ৫ জন। আহতরা হলেন নুর ইসলাম , নসু , জসিম , বিল্লাল ও বশির।
বৃহস্পতিবার সকালে ওই সকল ইউনিয়ন পরিদর্শন করেন,ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তাদের হাতে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী তুলে দেন।
২৭ মে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় টর্ণেডোর আকস্মিক আঘাতে পশ্চিম চর উমেদ, রমাগঞ্জ ও লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নে প্রায় ২’শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়। এতে অনেকের টিনের চালা উড়িয়ে নিয়ে যায়, গাছপালা উপরে ফেলে।
ক্ষতিগ্রস্তরা বর্তমানে খােলা আকাশের নিচে অবস্থান করছে । তাদের সরকারীভাবে খুব শিগগিরই গৃহ নির্মাণের জন্য প্রয়ােজনীয় সহায়তা করা হবে বলে জানিয়েছেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন ।
এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, প্রকল্প কর্মকর্তা অপুর্ব দাস, ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মিয়া, চেয়ারম্যান গোলাম মোস্তফা মিয়া প্রমূখ।