বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » উপকুল » যতবড় দূর্যোগই আসুক আমি আপনাদের পাশে আছি : নুরুন্নবী চৌধুরী এমপি
যতবড় দূর্যোগই আসুক আমি আপনাদের পাশে আছি : নুরুন্নবী চৌধুরী এমপি
প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি দেশের যত বড় দুর্যোগ আসুক না কেন সার্বক্ষণিক আমার নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিনবাসীর পাশেই থাকবো
এম, নূরুন্নবী।।
ভোলার লালমোহনে রোযায় ও করোনায় কর্মহীন পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলাধীন ধলীগৌরনগর,চরভূতা ইউনিয়নে কর্মহীন ও দু:স্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসব পরিবারের হাতে খেজুর, ছোলা, চিনি, চিড়া, মুড়িসহ ইফতার সামগ্রী তুলে
দেন । এসময় সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি দেশের যত বড় দুর্যোগ আসুক না কেন সার্বক্ষণিক আমার নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিনবাসীর পাশেই থাকবো।
করোনা ভাইরাসের প্রকোপেও আমি এলাকাবাসীর পাশে আছি। কর্মহীন অসহায় দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি। রোজাদারদের জন্য ইফতার সামগ্রী দিচ্ছি। মানুষ যাতে এ দুর্যোগ মূহুর্তে কষ্ট না পায় তাই সবসময় মানুষের খোঁজ খবর নিচ্ছি। এবং যতদিন এই দূর্যোগ থাকবে ততদিন এলাকার মানুষে পাশে থাকবো।
করোনা আতঙ্কিত কর্মবিমুখ অসহায়দের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানান এমপি শাওন ।
বিষয়: ##mpshawon