বুধবার ● ২৭ মে ২০২০
প্রথম পাতা » দেশজুড়ে » ২২ জনের মৃত্যু, আক্রান্ত হয়েছেন ১৫৪১ জন
২২ জনের মৃত্যু, আক্রান্ত হয়েছেন ১৫৪১ জন
দ্বীপ নিউজ ডেস্ক :
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়ালো ৫৪৪ জনে। এছাড়াও ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৪১ জন।
বুধবার (২৭ মে) করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিশেষ বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪৮টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ করা হয়েছে ৭ হাজার ৮৪৩টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ৮ হাজার ১৫টি। এদের মধ্য থেকে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৪১ জন। এ নিয়ে এপর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৮ হাজার ২৯৩ জন। এছারাও গত ২৪ ঘণ্টায় ৩৪৬ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এ নিয়ে ৭ হাজার ৯২৫ জন সুস্থ্য হয়েছেন বলে তিনি জানান।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, এখন পর্যন্ত দুই লাখ ৬৬ হাজার ৪৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা অনুযায়ী রোগী শনাক্তের হার ১৯ দশমিক ২২। ২৪ ঘণ্টায় মৃতদের লিঙ্গ ও বয়স ও এলাকা ভিত্তিক বিশ্লেষণে তিনি জানান, মৃত ২২ জনের মধ্যে ২০ জন পুরুষ ও দুই জন নারী। এর মধ্যে ১০ জন ঢাকা বিভাগের, ১০ জন চট্টগ্রামের এবং ২ জন সিলেট বিভাগের। হাসপাতালে মৃত্যু হয়েছে ২০ জনের। বাসায় মৃত্যু হয়েছে ২ জন করোনা আক্রান্ত ব্যক্তির। শনাক্তের বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪২।
গত ২৪ ঘণ্টায় সুস্থতা, কোয়ারেন্টাইন ও আইসোলেশনের তথ্য সম্পর্কে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪৬ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২০ দশমিক ৭০। আইসোলেশনে রাখা হয়েছে ২৮১ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন চার হাজার ৯৯৪ জন। প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে দুই হাজার ৭৮৯ জনকে। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫৬ হাজার ৬৯৬ জন।