শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

Dip News24.com
বুধবার ● ২৭ মে ২০২০
প্রথম পাতা » সাহিত্য » মনি মুক্তার কবিতা ” অনেক কথা বলার ছিল…….”
প্রথম পাতা » সাহিত্য » মনি মুক্তার কবিতা ” অনেক কথা বলার ছিল…….”
৮৪৫ বার পঠিত
বুধবার ● ২৭ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মনি মুক্তার কবিতা ” অনেক কথা বলার ছিল…….”

★★ অনেক কথা বলার ছিলো…..★★
কবি : মনি মুক্তা

---
অনেক কথা বলার ছিলো, তখন তো সকাল ছিলো!
গাছের মাথা গলে গায়ে পড়েছিলো রোদ্দুর,
ভীষণ উত্তাপে কেমন নেতিয়ে পড়েছিলো দুপুর;
সকালের জমা হওয়া এত এত কথা!
সব এখন ঝরে যাওয়া শুকনো পাতা!
অনেক কথা বলার ছিলো, বলতে না বলতেই সন্ধ্যা হলো!

ভেবেছিলাম ——
যখন ভীষণ তাপে মন পুড়বে
একলা দুপুর উদাস হবে
তখন খুব করে বৃষ্টি হবে !
বৃষ্টি হবে উথাল পাতাল দস্যি ছেলের মতন;
সে আরাধ্য বৃষ্টি বেলায়
মাচাং পেতে গাছের ছায়ায়
তোমার উষ্ণ ভালোবাসায়
কথাগুলোর খই ফোটাবো বৃষ্টি ফোটার মতন।।

তোমাকে আমার বলার ছিলো, অনেক কথা বলার ছিলো!
অথচ রোদে পোড়া বিশ্রী এক দুপুর গেল,
ক্লান্ত পায়ে বিষণ্ণ এক সন্ধ্যা এলো
ভীষণ তাপে মন পুড়লেও বৃষ্টি এলো না!
মেঘের দেখা চাতক পেলেও তুমি এলে না!
সত্যি কত কি বলার ছিলো, সব কথাই শেষে হারিয়ে গেলো!





আর্কাইভ