বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » ঢাকা বিভাগ » কোভিড-১৯: ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৬৪জন, মৃত্যু ৫ মোট আক্রান্ত ৭৬৬৭, মৃত্যু ১৬৮
কোভিড-১৯: ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৬৪জন, মৃত্যু ৫ মোট আক্রান্ত ৭৬৬৭, মৃত্যু ১৬৮
দ্বীপ নিউজ ডেস্ক
কোভিড-১৯ সর্বশেষে তথ্য অনুযায়ী বাংলাদেশে এক দিনে আরও ৫৬৪ জনের মধ্যে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭ হাজার ৬৬৭ জন। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৬৮ জন হয়েছে। গত এক দিনে হাসপাতালে থাকা আরও ১০ জন জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ১৬০ জন সুস্থ হয়ে উঠেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ৯৬৫টি। গত একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে তিন জন পুরুষ, দুই জন নারী। তাদের মধ্যে দুজনের বয়স ৬০ বছরের বেশি, তিন জনের বয়স ৪০ থেকে ৫০ বছরের মধ্যে।