শনিবার ● ২৩ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনে কোষ্টগার্ডের ত্রাণ বিতরণ ॥
তজুমদ্দিনে কোষ্টগার্ডের ত্রাণ বিতরণ ॥
দ্বীপ নিউজ ডেস্ক ॥
ভোলার তজুমদ্দিনে করোনায় কর্মহীন, দুস্থ ও অসহায় ২শত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন কোষ্টগার্ড সদস্যরা। কোষ্টগার্ডের নিজস্ব অর্থয়ানে কোভিড-১৯ এ কর্মহীন মানুষের মাঝে শনিবার সকালে উপজেলার ধরনীরখাল, শশীগঞ্জ স্লুইজগেট ও কাটাখালী সংলগ্ন এলাকায় এসব ত্রাণ বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন, কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আসাদ, ইউপি সদস্য নুর হাফেজ, মোঃ রতন মেম্বারসহ কোষ্টগার্ডের সদস্যবৃন্দ।
এডমিন # এইচ এল /