শনিবার ● ২৩ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » ভোলার বিশিষ্ট আইনজীবী বিনোদ মজুমদারের ১৩ তম মৃত্যু বার্ষিকী।
ভোলার বিশিষ্ট আইনজীবী বিনোদ মজুমদারের ১৩ তম মৃত্যু বার্ষিকী।
ভোলা প্রতিনিধি।।
ডিবিসি নিউজ চ্যানেলের ভোলা জেলা প্রতিনিধি সাংবাদিক অচিন্ত্য মজুমদারের পিতা ভোলার বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট বিনোদ বিহারী মজুমদারের (২৩ মে) আজ ১৩তম মৃত্যু বার্ষিকী। ২০০৭ সালের এই দিনে তিনি হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ৬৮ বছর বয়সে পরলোক গমন করেন। তিনি ১৯৩৯ সালে ভোলা জেলায় জন্ম গ্রহন করেন। ছাত্র জীবন শেষ করে ১৯৭৫ সালে তিনি ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। শিক্ষক হিসেবে তার যথেষ্ট সুনাম ছিল। এর পর ১৯৮০ সালে তিনি এলএলবি শেষ করে প্রথমে ঢাকা হাইকোর্টে ও পরে ভোলা জজকোর্টে আইন পেশায় যুক্ত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইনজীবি হিসেবে বেস সুনামের সহিত দিন অতিবাহিত করেন।
আর,এস