শুক্রবার ● ২২ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » ভোলার তজুমদ্দিনে ব্রাক কর্মির করোনা পজিটিভ সনাক্ত। বাড়ী লকডাউন।
ভোলার তজুমদ্দিনে ব্রাক কর্মির করোনা পজিটিভ সনাক্ত। বাড়ী লকডাউন।
দ্বীপ নিউজ ডেস্ক।
ভোলার তজুমদ্দিনে ব্রাক কর্মীর করোনা পজেটিভ সনাক্ত হয়েছে। ঢাকায় ব্রাকে চাকরীরত মোঃ রাসেল চাঁদপুর ইউনিয়নের মোল্লা গ্রামের মান্নান কারী-বাড়ি শশুর বাড়ীতে অবস্থান করছিল। সে লালমোহন উপজেলার চরভুতার ইউনিয়নের ওবায়দুল হকের ছেলে। তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কবীর সোহেল জানান, রাসেল কিছুদিন পূর্বে ঢাকা থেকে এসে তজুমদ্দিনের শ্বশুর বাড়িতে অবস্থান করছিল। গত ১৮ মে তার নমুনা সংগ্রহ করা হয়। ২২ মে পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ শনাক্ত হয়। তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ এস এম জিয়াউল হক জানান, মোল্লা গ্রামের ওই বাড়িটি লকডাউন করা হয়েছে।
আর,এস