শুক্রবার ● ২২ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » বাংলাদেশে যে কোন দুর্যোগ ও মহামারি পরিস্থিতিতে আওয়ামীলীগ জনগণের পাশে ছিল- জ্যাকব
বাংলাদেশে যে কোন দুর্যোগ ও মহামারি পরিস্থিতিতে আওয়ামীলীগ জনগণের পাশে ছিল- জ্যাকব
সোহেব চৌধুরী, চরফ্যাশন থেকে:
উপকূলীয় অঞ্চল চরফ্যাশনে ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে ক্ষতিগ্রস্থদের ত্রাণ ও আর্থিক সহায়তা দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। গত (২২মে) বুধবার ভোলার চরফ্যাশন উপজেলার উপকূল জুড়ে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আম্ফানের তান্ডবে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় ভোলার চরফ্যাশন উপজেলার বিভিন্ন স্থানে সামাজিক দূরত্ব বজায় রেখে আমফানে ক্ষতিগ্রস্থ প্রায় ৬ শতাধিক ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন এমপি জ্যাকব। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে জ্যাকব বলেন, এবং ভবিষ্যতেও থাকবে। ঘূর্ণীঝড় আম্ফান পরবর্তী দিন থেকে উপকূলে দুর্গত ও ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ এবং ঝড়ে বিধ্বস্থ ঘর পুনঃ নির্মাণে প্রধাণমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমার নির্বাচনী এলাকা ভোলার চরফ্যাশনে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রান বিতরণ কার্যক্রম শুরু করেছি।
তিনি আরও বলেন, আগামী কয়েকদিনের মধ্যে স্থানীয়ভাবে ঝড়ে ক্ষতিগ্রস্থদের তালিকা অনুযায়ী বিধ্বস্থ ঘর পুনঃনির্মাণ করে দেয়া হবে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কোন অসহায় মানুষ গৃহহীণ থাকবে না।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, সাংগঠনিক সম্পাদক এসএম মোর্শেদ, আবুল কাসেম মেলেটারি আসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান সিরাজ উদ্দিন ও আসলামপুর আওয়ামীলীগ সভাপতি নুরে আলম মাস্টার।