শুক্রবার ● ২২ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » কোটালীপাড়ায় লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
কোটালীপাড়ায় লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য কিনলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
বিশেষ প্রতিনিধি :
রাজনৈতিক পদ-পদবী অনুযায়ী তার আয়েশি জীবনযাপন করার কথা। কিন্তু তিনি চলেন অত্যন্ত সাদাসিধে ভাবে। পরিবারের বাজার করেন নিজ হাতে। সদা হাস্যোজ্জল, কর্মীবান্ধব এই নেতাটি হলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ।
গত বৃহস্পতিবার (২১ মার্চ) সন্ধ্যার আগমূহুর্তে আয়নাল হোসেন শেখ উপজেলার উনশিয়া মোড়ে লাইনে দাঁড়িয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য ক্রয় করেন।
তিনি ব্যাগ হাতে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে ৬শত টাকা দিয়ে ১কেজি ডাল, ৩কেজি চিনি, ৫লিটার তেল ক্রয় করে।
আয়নাল হোসেন শেখকে এভাবে লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য ক্রয় করতে দেখে অনেকেই প্রশাংসা করেছেন।
আয়নাল হোসেন শেখ বলেন, এই মহামারির মধ্যে পুরো রমজান ব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় টিসিবির পণ্য বিক্রি হয়েছে। আমি এই পণ্যের গুনগত মান দেখার জন্য এখানে এসেছিলাম। পণ্যের গুনগত মান দেখে লাইনে দাঁড়িয়ে আমিও কিছু পণ্য ক্রয় করলাম।
টিসিবির ডিলার মো: মোস্তাফা কামাল বলেন, টিসিবির পণ্য বিক্রির গাড়ির কাছে গিয়ে লাইনে দাঁড়িয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখকে পণ্য ক্রয় করতে দেখে আমরা অবাক হয়েছি। এ ধরণের সাদাসিধে রাজনৈতিক নেতা এখনো আমার চোখে পড়েনি।
কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম বাদল বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ একজন কর্মীবান্ধব জননেতা। তিনি ইচ্ছা করলেই আয়েশী জীবনযাপন করতে পারেন। কিন্তু তিনি তা করেন না। তিনি অত্যন্ত সাদা মনের মানুষ। আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সঠিক ব্যক্তির হাতেই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব তুলে দিয়েছেন।