বুধবার ● ২০ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » বরগুনায় বিভিন্ন সাইক্লোন সেন্টারের লোকজন আসা শুরু করেছে
বরগুনায় বিভিন্ন সাইক্লোন সেন্টারের লোকজন আসা শুরু করেছে
বরগুনা প্রতিনিধি।।
গতকাল বিকেল থেকে বরগুনায় বিভিন্ন সাইক্লোন সেন্টারের লোকজন আসা শুরু করেছে। বরগুনা জেলা প্রশাসন থেকে তাদের শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। অপরদিকে সাইক্লোন সেন্টারের থাকা লোকজন খাবার সংকট হয়ে পড়েছে। অনেকে রোজা রাখতে পারেনি, সকালে না খেয়ে থাকতে হচ্ছে তাদের। এর ভিতর ঘর বাড়ির আঙিনা পানি ঢুকেছে এবং আস্তে আস্তে স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট পানি বৃদ্ধি পেয়েছে।
দমকা বাতাস হচ্ছে ও প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সাধারণ মানুষ সহ সকলেই আতঙ্ক বিরাজ করছে।
জেলা মৎস্য জিবী সমিতির সভাপতি আব্দুল খালেক জানান, কালকে বিকাল থেকেই বৃষ্টি ও প্রচন্ড বাতাস শুরু হয়েছে। অনেক মানুষই আশ্রয় নেয়ার জন্য সাইক্লোন শেল্টারে এসেছে। তারই ভিতরে বরইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে গতকাল থেকে আশ্রয় নেয়ার জন্য প্রায় ৮০ থেকে ৮৫ জন লোক এসেছে। কিন্তু প্রশাসন থেকে ৫০ প্যাকেট শুকনো খাবার পেয়েছে। দেখা যাচ্ছে ৩০ থেকে ৪০ জন মানুষ না খেয়ে থাকতে হচ্ছে, ভোর রাত্রে রোজা রাখতে পারিনি আশ্রয় কেন্দ্রে থাকা মানুষ, সকাল পর্যন্ত কোন খাবার খেতে পারেনি, বাচ্চা, বৃদ্ধা, সহ অনেকেই এখন পর্যন্ত না খেয়ে রয়েছে। যেহেতু সামনে আমাদের ঘুর্ণিঝড় আম্পান’ এর ঝুঁকি রয়েছে তখন দেখা যাচ্ছে খাবারের সংকট হয়ে পড়তে পারে।
অন্য দিকে ঘরবাড়ি আঙ্গিনায় পানি হওয়ায় অনেকেই রান্না করতে পারছে না বিশেষ করে রাস্তার বাহিরে যারা রয়েছে তারা বেশি ঝুঁকিপূর্ণে আছেন।