মঙ্গলবার ● ১৯ মে ২০২০
প্রথম পাতা » সাহিত্য » ঝড়
ঝড়
কবি: মনি মুক্তা
ঝড় এলো! ঝড়!
প্রচণ্ড রকমের ঝড়!
ভেতর-বাহির সব উড়িয়ে নেয়া ঝড়,
সব কিছু লণ্ডভণ্ড করে দেয়া ঝড়!
কখন থামবে এ ঝড়?
সব ঝড় থামে কি?
কিছু ঝড় থামলেও সব আর আগের মতোই
পরিপাটি হয়ে থাকে কি?
এ যে ভীষণ ঝড়!
শান্ত সাগরের বুকে অশান্ত বান ডেকে
জলোচ্ছ্বাসে মৃত্যু এনে দেয়া ঝড়!
হায় ঝড়! অবোধ ঝড়!
কে থামায় তোকে?
কে করে তোকে বারণ?
করে নে তুই সব, যা তোর মন চায়;
ধ্বংস, মৃত্যু যা কিছু করা তোকে মানায়
জীবন - মরণ সব করে দে একাকার।
কবি : মনি মুক্তা
বিসিএস শিক্ষা
বরিশাল বিএম কলেজ।
(১৯.০৫.২০)