মঙ্গলবার ● ১৯ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » বানারীপাড়া ফেরিঘাটে নিত্য খাদ্যপণ্য বিক্রির উদ্বোধন করেন ইউএনও
বানারীপাড়া ফেরিঘাটে নিত্য খাদ্যপণ্য বিক্রির উদ্বোধন করেন ইউএনও
বানরীপাড়া প্রতিনিধিঃ
বানারীপাড়া মহামারী করোনা ভাইরাসে জনসাধারনের মাঝে সরকারী ভর্তুকীর মাধ্যমে এই প্রথম আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বানারীপাড়া পৌর মেয়র এ্যাড সুভাষ চন্দ্র শীল, পৌর আওয়ামীলীগের সভাপতি সুব্রত লাল কুন্ড,আওয়ামী লীগ নেতা ডাঃ খোরশেদ আলম সেলিম, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা ও কাউন্সিলর বৃন্দ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।
এ প্রসঙ্গে টিসিবি’র ডিলার বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হুদা নাসিম জানান, সাধারণ মানুষ যাতে সরকার নির্ধারিত মূল্যে নিত্যপ্রযোজনীয় খাদ্যপণ্য সামগ্রী ক্রয় করতে পারে এ জন্য সরকারিভাবে প্রতিবছর এ পণ্য ডিলারের মাধ্যমে বিক্রি করা হযে থাকে। একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ লিটার তৈল, ৩ কেজি চিনি ও ১ কেজি ডাল ন্যায্যমূল্যে ক্রয় করতে পারবে। এ প্রক্রিয়ায় তৈল ৮০ টাকা, চিনি ৫০ টাকা ও ডাল ৫০ টাকা কেজিতে বিক্রি করা হবে।