বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » বিবিধ » প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলার মানুষের জন্য করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলার মানুষের জন্য করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছেন
২৯ এপ্রিল বুধবার বিকালে লালমোহন হাসপাতাল হলরুমে লালমোহন-তজুমদ্দিন হাসপাতাল, উপজেলা প্রশাসন, প্রেসক্লাব ও থানার জন্য পিপিই, মাস্ক এবং গ্লাভস তুলে দেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।
এম, নুরুন্নবী, দ্বীপনিউজ ডেস্ক,
ভোলার লালমোহনে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি বলেন, করোনা ভাইরাস মহামারী রূপ নিয়েছে। বিশ্বের বড় বড় দেশগুলো হিমশিম খাচ্ছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কঠোর পদক্ষেপে আমরা কিছু স্বস্তিতে আছি। আমাদের সবাইকে সচেতন হতে হবে।২৯ এপ্রিল বুধবার বিকালে লালমোহন হাসপাতাল হলরুমে লালমোহন-তজুমদ্দিন হাসপাতাল, উপজেলা প্রশাসন, প্রেসক্লাব ও থানার জন্য পিপিই, মাস্ক এবং গ্লাভস তুলে দেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। বিবিএস ক্যাবলস এর সৌজন্যে বিডিএফআই এসব সামগ্রী বিতরণ করে।
এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোলার মানুষের জন্য জেলায় করোনা পরীক্ষার ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছেন। খুব শিগগিরই ওই ল্যাব স্থাপন করা হবে। এসময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজু তালুকদার, সম্পাদক সফিকুল ইসলাম বাদল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সোহেল কবীর, লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ মহসিন খান প্রমুখ।