শনিবার ● ১৬ মে ২০২০
প্রথম পাতা » বিবিধ » করোনায় অসহায় মানুষের পাশে আলী আজম মুকুল এমপি
করোনায় অসহায় মানুষের পাশে আলী আজম মুকুল এমপি
বোরহানুদ্দিন প্রতিনিধি।।
বিপদ সারাজীবন থাকে না,কিন্তু বিপদের দিনের কথা মানুষ সারাজীবন মনে রাখে।বিপদের বন্দুই প্রকৃত বন্দু। করোনাভাইরাসের কারনে সৃষ্ট প্রাকৃতিক দূর্যোগে অসহায় হয়ে পরেছে কর্মজীবী হাজারো মানুষ,যাদের একমাত্র আয়ের স্থল কায়িক শ্রম।
এই শ্রমজীবী মানুষের পাশে সারাজীবন থাকার দৃড় প্রত্যয় ব্যাক্ত করেছেন ভোলা-২আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল।
তিনি আজ দৌলতখানের চরপাতা ইউনিয়নে অসহায় দরিদ্র মানুষের মাজে ত্রান বিতরন কালে এই প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় অন্যান্য দের মধ্য উপস্তিথ ছিলেন দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুরুল আলম খান, উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র নাথ, সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।