শনিবার ● ১৬ মে ২০২০
প্রথম পাতা » বিবিধ » দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩০ জন, মৃত্যু ১৬
দেশে ২৪ ঘণ্টায় শনাক্ত ৯৩০ জন, মৃত্যু ১৬
দ্বীপনিউজ ডেস্ক।।
গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৯৩০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৯৯৫ জন।
আজ শনিবার দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা এ তথ্য জানান।
এদিকে, করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ১৬ জন।
এতে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩১৪ জনে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৩৫ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ১১৭ জন।