শনিবার ● ১৬ মে ২০২০
প্রথম পাতা » দেশজুড়ে » করোনায় আক্রান্ত ইবনে সিনা হাসপাতাল কর্মকর্তা গোলাম রাজিব
করোনায় আক্রান্ত ইবনে সিনা হাসপাতাল কর্মকর্তা গোলাম রাজিব
দ্বীপ নিউজ ডেস্ক।।
কল্যানপুর ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তা গোলাম রাকিব করোনায় আক্রান্ত হয়েছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
গত কয়েক দিন যাবত তার শরিরে করোনার উপসর্গ দেখা দিলে ডাক্তারের পরামর্শে তিনি কভিট-১৯ পরীক্ষা করান। গতকাল (শুক্রবার) সন্ধায় তাঁর মোবাইলে ম্যাসেজ পাঠিয়ে তাকে করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ বলে নিশ্চিত করা হয়েছে। বর্তমানে তিনি নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন।
সূত্র মতে জানা যায় যে, তিনি ইতিপূর্বে করোনা পজেটিভ রুগীর সংস্পর্শে আশায় ১৭ দিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তখন তার রিপোর্ট নেগেটিভ আসে। গত দুই দিন তিনি প্রচন্ড কাশি আর জ্বরে ভুগছিলেন ফলে স্বজনরা আবারো তার করোনা টেস্ট করান। উল্লেখ্য যে, একজন স্বজ্জন ও পরোপাকারি হিসেবে তিনি সবার কাছে প্রিয় ব্যাক্তি। বিশেষ করে তাঁর নিজ বাড়ি ভোলার তজুমদ্দিনে সবার কাছে শ্রদ্ধেয় ব্যাক্তিত্ব। সমাজ সেবক হিসেবে বেশ সুনাম রয়েছে তার।