শুক্রবার ● ১৫ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দু’শত বছরের পুরানো মঠ
কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে দু’শত বছরের পুরানো মঠ
এমরান মাতাব্বর ,তজুমদ্দিন থেকে:
তজুমদ্দিন উপজেলা খাসের হাট- মুচিবাড়িকোনা সড়কে ভৌবন ঠাকুর বাজার সংলগ্ন রাস্তার পাশেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রায় দু’শত বছরের পুরানো একটি মঠ। সংস্কার এবং রক্ষণাবেক্ষনের অভাবে দিন দিন এটি ঝঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রায় ৬০ ফুট লম্বা মটটির নিচের অংশ ভেঙ্গে ঝুকিপূর্ণ হয়ে যায়। একটি বট বৃক্ষ মটটিকে পেছিয়ে যেন দাঁড় করে রাখছে। যেকোনো মূহুর্তে এটি ভেঙ্গে পড়ে দূর্ঘটনার আশংকা করছে সচেতন মহল।