শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

Dip News24.com
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » টুইটার মোদিকে ‘আনফলো’ করলেন ট্রাম্প, পরে ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র
প্রথম পাতা » আন্তর্জাতিক » টুইটার মোদিকে ‘আনফলো’ করলেন ট্রাম্প, পরে ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র
৪২৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টুইটার মোদিকে ‘আনফলো’ করলেন ট্রাম্প, পরে ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

দ্বীপ নিউজ অনলাইন, ৩০ এপ্রিল ২০২০

বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট ‘আনফলো’ করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউস। এ নিয়ে যে বিভ্রান্তি তৈরী হয়েছে তা দূর করল যুক্তরাষ্ট্র।

এক শীর্ষস্থানীয় মার্কিন কর্মকর্তা ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, হোয়াইট হাউস শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টের সফরের সময় আয়োজক দেশের রাষ্ট্রপ্রধানদের ফলো করে। সফর শেষ হলেই আনফলো করে দেওয়া হয়।

মোদি এবং ট্রাম্প

মার্কিন কর্মকর্তাদের যুক্তি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন শুধুমাত্র মার্কিন প্রশাসনের শীর্ষ কয়েকজন আমলার টুইটার হ্যান্ডেল ফলো করে। অন্য কোনও দেশের রাষ্ট্রনেতাদের ফলো করে না। শুধুমাত্র মার্কিন প্রেসিডেন্টের সফরের পর আয়োজক দেশ কী প্রতিক্রিয়া দিচ্ছে তা জানতে এবং তাঁদের প্রতিক্রিয়া রিটুইট করতে সেই দেশের শীর্ষনেতাদের কিছু টুইটার হ্যান্ডেল অল্প সময়ের জন্য ফলো করা হয়। পরে প্রয়োজন মিটলে আবার তা ‘আনফলো’ করে দেওয়া হয়। এর সঙ্গে কোনও কূটনীতির সম্পর্ক নেই। বাস্তবিকই এই মুহূর্তে হোয়াইট হাউস টুইটারে ফলো করছে মাত্র ১৩ জনকে। এর মধ্যে কোনও বিদেশি রাষ্ট্রনেতা নেই।

প্রসঙ্গত, মাত্র ৩ সপ্তাহ ফলো করার পর বুধবার নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট ‘আনফলো’ করে দিয়েছে হোয়াইট হাউস। মোদির ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর এবং রাষ্ট্রপতির দপ্তর-সহ ভারতের সঙ্গে সম্পর্কিত মোট ৫টি টুইটার অ্যাকাউন্ট ‘আনফলো’ করেছে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন। এ প্রেক্ষিতে ভারতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।



বিষয়: #


আর্কাইভ