বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
প্রথম পাতা » অর্থনীতি » রাজশাহী নগরীতে প্রধানমন্ত্রীর অনুদানের নগদ অর্থ পাচ্ছেন ৫০ হাজার পরিবার
রাজশাহী নগরীতে প্রধানমন্ত্রীর অনুদানের নগদ অর্থ পাচ্ছেন ৫০ হাজার পরিবার
দ্বীপ নিউজ ডেস্ক :
করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারির কারণে সারা দেশের ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দিচ্ছে সরকার। তালিকাভুক্তদের মধ্যে মোবাইল ব্যাংকিং পরিষেবার নগদ, বিকাশ, রকেট ও শিউরক্যাশের মাধ্যমে সুবিধাভোগীদের হিসাবে সরাসরি এ নগদ অর্থ পাঠানো হচ্ছে।
বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সহায়তার জন্য ১ হাজার ২৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরমধ্যে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার ৫০ হাজার পরিবার নগদ অর্থ পাচ্ছেন। ৫০ হাজার পরিবার আড়াই হাজার করে মোট ১২ কোটি ৫০ লাখ টাকা।
এদিকে নগদ অর্থ সহায়তা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তের সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ প্রান্তে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আঞ্জুম মিতা, রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খোন্দকার, রাজশাহী রেঞ্জ ডিআইজি একেএম হাফিজ আক্তার, রাজশাহী পুলিশ সুপার মো. শহীদুল্লাহ।