বৃহস্পতিবার ● ১৪ মে ২০২০
প্রথম পাতা » বিবিধ » বানারীপাড়ায় কিশোরী আত্মহননের ঘটনায় সাত জনকে আসামী করে মামলা দায়ের
বানারীপাড়ায় কিশোরী আত্মহননের ঘটনায় সাত জনকে আসামী করে মামলা দায়ের
জাকির হোসেন, বানারীপাড়া ॥
বরিশালের বানারীপাড়ায় কিশোরী নুরজাহান(১৫) আত্মহত্যার ঘটনায় লম্পট ডকইয়ার্ড মালিক লিটন মল্লিক সহ ৭ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। ১৩ মে বুধবার রাতে ওই কিশোরীর পিতা রিক্সাচালক নুরুল ইসলাম বাদী হয়। বানারীপাড়া থানায় ধর্ষণ চেষ্টা ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগে এ মামলা দায়ের করেন। মামলার অপর আসামীরা হলেন কালু বেপারী,তার স্ত্রী লেখন বেগম ও মনি আক্তার। এছাড়াও ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে।প্রসঙ্গত ১২ মে দুপুর আড়াইটার দিকে উত্তরকুল গ্রামের রিক্সাচালক নুরুল ইসলামের মেয়ে নুরজাহান একই গ্রামে ফুফুর বাড়ির ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মামলায় উল্লেখ করা হয় ৮ মে রাতে উত্তরকুল গ্রামে রিক্সাচালক নুরুল ইসলামের মেয়ে নুরজাহানকে ঘরে একা পেয়ে পার্শ্ববর্তী ডকইয়ার্ডের মালিক ২ সন্তানের জনক লম্পট লিটন মল্লিক ধর্ষণের চেষ্টা চালায়। এসময় ডাক চিৎকারে তার মা এলে লম্পট লিটন মল্লিক দৌঁড়ে পালিয়ে যায়। পরে এ বিষয়টি জেনে একই এলাকার কালু বেপারী,তার স্ত্রী লেখন ও মনি আক্তার কুৎসা রটিয়ে গোটা এলাকায় বিষয়টি ছড়িয়ে দেয়। এতে লোকলজ্জার ভয়ে নুরজাহানকে বাড়ির অদূরে ফুফুর বাড়িতে রেখে আসে তার পরিবার। সেখানে ক্ষোভ,লজ্জা ও ঘৃনায় সে আত্মহননের পথ বেছে নেয়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল জানান আসামীদের গ্রেফতারের
চেষ্টা চলছে।