মঙ্গলবার ● ১২ মে ২০২০
প্রথম পাতা » আইন-শৃংখলা » ফেরি-ঘাটে ঘাটে ঢাকামুখী মানুষের ব্যাপক ভিড় !
ফেরি-ঘাটে ঘাটে ঢাকামুখী মানুষের ব্যাপক ভিড় !
গাদাগাদি করে ফেরি পারাপারে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি।
আজও দেশের বিভিন্ন ফেরিঘাটে ঢাকামুখী মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। মঙ্গলবার সকাল থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী ঘাটে ফেরিতে পার হওয়া যানবাহন বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে ছোট গাড়ি।
গাদাগাদি করে পদ্মাপাড়ি দিচ্ছেন শ্রমজীবী মানুষ। ঘাটে আসার পর পরিবহণ সংকটে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। যাত্রী ও গাড়ীর চাপ বেড়েছে দৌলতদিয়া ফেরিঘাটেও। সকাল থেকে দৌলতদিয়া প্রান্তে ঢাকামুখী যাত্রীর ব্যাপক চাপ দেখা গেছে।
গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া প্রান্ত দিয়ে প্রায় ৩ হাজার গাড়ি পার হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ৬টি ফেরি চলাচল করছে।