শনিবার ● ৯ মে ২০২০
প্রথম পাতা » উপকুল » তজুমদ্দিনে কোষ্টগার্ডের অভিযানে বেহুন্দি জাল আটক
তজুমদ্দিনে কোষ্টগার্ডের অভিযানে বেহুন্দি জাল আটক
ভোলার তজুমদ্দিনের কোষ্টগার্ড মেঘনায় অভিযান চালিয়ে অবৈধ বেহুন্দি ও কারেন্ট আটক করেন। পরে আটককৃত জাল শশীগঞ্জ ¯øুইজগেট এলাকায় আগুণে পুড়ে নষ্ট করা হয়।
তজুমদ্দিন কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আসাদ জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল থেকে মেঘনার কামারখাল, কোপখালী ও ৮নং চর এলাকায় অভিযান চালিয়ে ৪টি অবৈধ বেহুন্দি জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেন। পরে আটককৃত জাল শশীগঞ্জ ¯øুইজগেটে আগুণে পুড়ে ধ্বংস করা হয়।
এডমিন/আর এস/এইচ এল/