রবিবার ● ৭ জুলাই ২০২৪
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে ৯ দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন
চরফ্যাশনে ৯ দিনব্যাপী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন
আমিনুল ইসলাম, চরফ্যাশন।।
ভোলার চরফ্যাশনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৯ দিলব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের উদ্বোধন করা হয়েছে। সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।
রবিবার (৭ জুলাই) বিকাল ৪টায় চরফ্যাশন ইসকন আশ্রম চত্তরে এই রথযাত্রার শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন ও পৌর মেয়র মো. মোরশেদ।
এসময় রথযাত্রা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে সার্বিক সহযোগিতা ও সবসময় খোঁজখবর নেওয়ার জন্য ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, পৌর মেয়র মো. মোরশেদ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্যানেল মেয়র ও পৌরসভা ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সোহাগ। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক দিবাকর হাওলাদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শরণ মজুমদার, রাধাগোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক হৃদয় চন্দ্র শীল প্রমূখ।
উল্লেখ্য: সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
চরফ্যাশন ইসকন আশ্রমের তত্ত্বাবধায়ক কমল দেবনাথের সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিহির চন্দ্র শীল।