বুধবার ● ১ মে ২০২৪
প্রথম পাতা » উপকুল » অজিউল্লাহ মেম্বারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ
অজিউল্লাহ মেম্বারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।
চরফ্যাশন উপজেলার আছলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. অজিউল্লাহ মেম্বারের বিরুদ্ধে গত ১৭ এপ্রিল ২০২৪ “বিডি ক্রাইম ২৪” নামের একটি অনলাইন পত্রিকায় “গ্রাম পুলিশ দিয়ে প্যানেল চেয়ারম্যানের মারধর” শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। যা সম্পুর্ন মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর বলে দাবি করেছেন অজিউল্লাহ মেম্বার। তিনি এই প্রকাশিত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, পিতার সম্পত্তির ভাগ বাটোয়ারাকে কেন্দ্র করে অজিউল্লাহ মেম্বারের ছোট ভাই আঃ রহিমের সাথে দীর্ঘদিন যাবত তাদের পারিবারিক দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্বকে কেন্দ্র করে অজিউল্লাহ মেম্বার গ্রাম পুলিশ দিয়ে ডেকে রহিমকে মারধর করেছে।
এ বিষয়ে জানতে চাইলে অজিউল্লাহ মেম্বার বলেন, আমরা ৬ ভাই ২ বোন। বাবার মৃত্যু হয়েছে ২০১৭ সালে। ছোট ভাই আঃ রহিম ছাড়া আমরা কোন ভাই-বোন বাবার বাড়িতে থাকি না। সবাই আলাদা আলাদা নিজস্ব বাড়ি করে থাকি।
তিনি বলেন, বাবার সম্পত্তির পরিমাণ ৩ একর। এর মধ্যে বাড়িতে আছে ১ একর ২০ শতাংশ। বাকি সব কৃষি জমি যা আমাদের মায়ের তত্ত্বাবধানে আছে। মূলত বিষয় হল বাড়ির ১ একর ২০ শতাংশ সম্পুর্ন জমি আঃ রহিম দখল করে আছে। দীর্ঘদিন যাবত এই সম্পত্তি ওয়ারিশদের মধ্যে বণ্টনের চেষ্টা করলেও আঃ রহিম এতে রাজি হচ্ছে না। ঘটনার দিন ভাইদের সাথে নিয়ে রহিমকে ডেকে আনা হয়। কথা বলার এক পর্যায়ে রহিম আমার সাথে অশালীন আচরণ করলে অন্য ভাইরা তাকে চড়-থাপ্পড় দিয়ে সরিয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে রহিম ও তার স্ত্রী আমার বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর সংবাদ প্রকাশ করেন।