শুক্রবার ● ২৯ মার্চ ২০২৪
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে নতুন সাজে ‘মেসার্স সবুজ ফার্নিচার পার্ক’
চরফ্যাশনে নতুন সাজে ‘মেসার্স সবুজ ফার্নিচার পার্ক’
আমিনুল ইসলাম, চরফ্যাশন।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেসার্স সবুজ ফার্নিচার পার্ক ক্রেতাদের জন্য নিয়ে এসেছে ঘর সাজানোর দেশি-বিদেশি নান্দনিক ডিজাইনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী।
ভোলার চরফ্যাশন পৌর ৬নং ওয়ার্ড, বিআরডিবির দক্ষিণ পাশে অবস্থিত রুচিশীল ক্রেতাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মেসার্স সবুজ ফার্নিচার পার্ক’ এবার নতুন সাজে সাজানো হয়েছে। এখানে সুলভ মূল্যে আধুনিক ডিজাইনের চেয়ার, টেবিল, আলমারী, শোকেস, ডিভান, খাট, সোফা, সেলফ, ড্রেসিং টেবিল, রিডিং টেবিল, ডাইনিং টেবিল, ওয়্যারড্রব ও বিভিন্ন ধরনের ফুলের টবসহ ঘর এবং অফিস সাজানোর বিভিন্ন প্রকারের ফার্ণিচার পাওয়া যাবে।
ক্রেতাদের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম সবুজ বলেন, গত তিন বছর যাবত আমাদের প্রতিষ্ঠান নীতি-আদর্শ ও সুনামের সাথে ব্যবসা করে আসছে। তিনি বলেন, আমি বিশ্বাস করি এই প্রতিষ্ঠান চরফ্যাশন ও পার্শ্ববর্তী উপজেলার রুচিশীল মানুষের ফার্নিচার ক্রয়ের চাহিদা পূরণ করতে পারবে। সকলের আন্তরিক সহযোগীতাও কামনা করছেন পরিচালক সাইফুল ইসলাম সবুজ।