রবিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » উপকুল » অধ্যক্ষ নূরুল আমিনকে সদস্য করায় এমপি জ্যাকবকে অভিনন্দন
অধ্যক্ষ নূরুল আমিনকে সদস্য করায় এমপি জ্যাকবকে অভিনন্দন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।
স্বনামধন্য চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমিনকে চরফ্যাশন ইসলামী ফাউন্ডেশনের নিয়োগ বোর্ডের সদস্য মনোনীত করায় ভোলা-৪ আসনের সাংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবকে অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, সহকারী শিক্ষক, মসজিদের ইমামসহ আওয়ামী ওলামা লীগের নেতৃবৃন্দ।
ইসলামী ফাউন্ডেশন চরফ্যাশন উপজেলা শাখার বিভিন্ন ক্যাটাগরির নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, সুন্দর ও জবাবদিহিতামূলক করতে এই নিয়োগ বোর্ড গঠন করা হয়। সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এর স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এছাড়াও অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমিন হাজারীগঞ্জ হামিদিয়া ফাযিল মাদ্রাসা ও কুচিয়ামোড়া ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।
এ বিষয়ে অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমিন বলেন, সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহোদয় হলেন দেশের মধ্যে উন্নয়নের মডেল। তিনি চরফ্যাশন-মনপুরায় নজর করা উন্নয়ন করে বেশ প্রশংসা কুড়িয়েছে। চরফ্যাশন পৌর শহরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেয়া একমাত্র মডেল মসজিদের সকল নিয়োগ কার্যক্রম বাস্তবায়নের জন্য এমপি মহোদয় আমাকে নিয়োগ বোর্ডের সদস্য হিসাবে নির্বাচিত করেছেন। ইনশাআল্লাহ আমি তার নির্দেশনা মেনে ও সুনাম অক্ষুন্ন রেখে দায়িত্ব পালন করার চেষ্টা করব বলেও জানান অধ্যক্ষ মুহাম্মদ নূরুল আমিন।