বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে ইসলামী ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মোনাজাত
চরফ্যাশনে ইসলামী ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মোনাজাত
আমিনুল ইসলাম, চরফ্যাশন।।
অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলার চরফ্যাশন উপজেলায় ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় পৌর মডেল মসজিদের তৃতীয় তলায় ইসলামী ফাউন্ডেশনের হল রুমে এই আলোচনা সভা ও দোয়া মোনাজাতে অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাসন উপজেলা শাখার সুপারভাইজার মো. জাহিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাসন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার অধ্যক্ষ ও পৌর আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা নুরুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন চরফ্যাসন উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা মো. ছালাউদ্দিন,
চরফ্যাসন উপজেলা আওয়ামী ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক হাফেজ আবদুল মান্নান প্রমুখ। এছাড়া বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আলেম ওলামা ও ইসলামী ফাউন্ডেশনে কর্মরত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইসলামিক ফাউন্ডেশন চরফ্যাসন উপজেলার কেয়ারটেকার মো. ইসমাঈল হোসেন।
আমাদের মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার রক্ষায় যাঁরা জীবন দিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করে আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে মাওলানা নুরুল আমিন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন দেশে সন্ত্রাস ও জঙ্গীবাদ রোধে সাধারণ মুসলমানদের সচেতন করতে দৃঢ়তার সাথে কাজ করে যাচ্ছে। সারাদেশে প্রায় ৬ শত আধুনিক মডেল মসজিদ নির্মাণ করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ভূয়সী প্রশংসা করেন প্রধান অতিথি।
পরে সকলের অংশ গ্রহণে ভাষা শহীদদের রুহের মাগফেরাতে দোয়া মোনাজাত করা হয়।