মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » উপকুল » কবিতা: ফেব্রুয়ারি ২১, লিখেছেন- সাগর রায়
কবিতা: ফেব্রুয়ারি ২১, লিখেছেন- সাগর রায়
কবিতা: ফেব্রুয়ারি ২১
___________সাগর রায়
মা একটি কথা।
অজস্র কথার ফুলছড়ি,
শত সহস্র আকতি
একটি মাত্র চাওয়া
মায়ের মুখের ভাষা।
জন্ম থেকে কবর
সব খানেই একটি ভাষা
বাংলা আমার মা,মাতৃভাষা
মা সুচনা লগ্নে তোমার ছায়া
সালাম,জব্বাররা ছাড়তে পারে নি মায়া।
রাজপথ,আর বুকের তাজা রক্ত
কোটি বাঙালির কথা অব্যাক্ত।
অমর একুশ একটি দিন।
শুধুই কি দিন?
গৌরব,ঐতিহ্য আর তাজা প্রাণ।
বুলেট,মেশিনগান আর সেল
আর্তনাদ,আহাজারি চিৎকার
মায়ের গগন কাঁপানো হুংকার।
একটি একুশ কোটি প্রাণ।
হয়ে আছে আজো বায়ান্নো
চির অম্লান।
মা,মাতৃভাষা আর বাংলা
এক দেহ এক প্রাণ
কেউ পারেনি করতে ছিন্ন
মা বিনে বাংলা ভিন্ন
আজ অমর একুশ
হয়নি কি তাহাদের আজও হুশ?
যার বুকের আঘাতে
রাজ পথ হয়েছে লাল।
অসহায় বাংলার বুকে
অস্তমিত মহাকাল।
কালের পুরাণ
আজ অতীত
তবে বেদনার স্মৃতি
কি হয়েছে একটু মলিন?
না এ ক্ষত শুকানোর নয়।
অ অশ্রু মুছে ফেলার নয়।
কন্ঠনালী ছিড়ে ফেলার যন্ত্রণা
বুকে কামান দাগানোর অস্ফুট আর্তনাদ।
নববধুর নীরব কান্না।
এ কান্না থামার নয়।
ছেলে হারা এক বাবার দীর্ঘশ্বাস।
একটা ফেব্রুয়ারীর একুশ
তার বহিঃপ্রকাশ
বাঙালীর আত্বাভিমানের তীব্র উচ্ছাস
একটা একুশ শুধুই কি
মায়ের প্রকাশ?