রবিবার ● ১৮ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে পুজা উদযাপন পরিষদের কমিটি গঠন
চরফ্যাশনে পুজা উদযাপন পরিষদের কমিটি গঠন
আমিনুল ইসলাম, চরফ্যাশন।।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চরফ্যাশন উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
রবিবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে শ্রী শ্রী কালি বাড়ি মন্দিরে দ্বি-বার্ষিক সম্মেলনে অভিমান্য দাস সভাপতি, স্মরণ মজুমদার সাধারণ সম্পাদক, অরুণ দে সাংগঠনিক সম্পাদক ও তপন সরকারকে কোষাধ্যক্ষ করে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অধ্যাপক শিশির মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভোলা জেলা কমিটির সহ-সভাপতি ও চরফ্যাশন পৌরসভার সাবেক মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ।
বিশেষ অতিথি ছিলেন শ্রী শ্রী হরি বাড়ি কমিটির সাধারণ সম্পাদক তাপস চন্দ্র দাস, রাধা গোবিন্দ মন্দিরের সাধারণ সম্পাদক হৃদয় চন্দ্র শীল। এছাড়া বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দসহ হিন্দু সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে নবগঠিত কমিটিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাষ্টার মিহির চন্দ্র শীল।