শনিবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের আনন্দ ভ্রমণ ও কমিটি গঠন
চরফ্যাশনে ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের আনন্দ ভ্রমণ ও কমিটি গঠন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।।
ভোলার চরফ্যাশন উপজেলার সর্ববৃহত সেচ্ছাসেবী সংগঠন ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের বাৎসরিক আনন্দ ভ্রমণ ও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) প্রায় ২শ জন সদস্য নিয়ে উপজেলার পর্যটন এলাকা কুকরি মুকরি নারকেল বাগানে অনুষ্ঠিত আনন্দ ভ্রমণ শেষে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার মাকসুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুকরি মুকরি ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজন। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম আবু সিদ্দিক।
দ্বিতীয় অধিবেশনের অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মাকসুদুর রহমান সভাপতি, ইঞ্জিনিয়ার জিহাদুল ইসলাম সাধারণ সম্পাদক ও ইঞ্জিনিয়ার সৌরভ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির তালিকা প্রকাশ করা হয়। এসময় একত্রিত ইঞ্জিনিয়ারিং প্রচেষ্টায় অসহায় মানুষদের স্বাবলম্বী ও উপজেলার সকল ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য রাখেন নতুন কমিটির নেতৃবৃন্দ।
পরে আনন্দ ভ্রমণের বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন প্রধান অতিথি অধ্যক্ষ আবুল হাসেম মহাজন।