বুধবার ● ১৪ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও পালা কীর্তন শুরু
চরফ্যাশনে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও পালা কীর্তন শুরু
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।
ভোলার চরফ্যাশন পৌর শহরে বাগদেবী শ্রী শ্রী সরস্বতী মায়ের পুঁজা উপলক্ষে তিন দিনব্যাপী শ্রীমদ্ভাগবত গীতা পাঠ ও পালা কীর্তন শুরু হয়েছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারী) থেকে শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) পর্যন্ত পৌরসভা ১নং ওয়ার্ড স্বর্গীয় রশিক ডাক্তার বাড়িতে ওয়েস্টার্ন পাড়া হিন্দু যুব সংঘ এই পালা কীর্তন অনুষ্ঠানের আয়োজন করেন।
জানা যায়, তিনদিনের অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করবেন অনিল বাবাজির ভাবোশিষ্য শ্রী শ্রী সদানন্দ ব্রহ্মচারী এবং পালা কীর্তন পরিবেশন করবেন সুদূর ভারত থেকে আগত রাধারমন সম্প্রদায়। উক্ত অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের সকলকে উপস্থিত হওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছেন আয়োজন কমিটি। উল্লেখ থাকে যে, এই অনুষ্ঠানে প্রতিরাতে মহা প্রসাদের ব্যবস্থা রয়েছে।