সোমবার ● ১২ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
চরফ্যাশনে দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
আমিনুল ইসলাম, চরফ্যাশন।।
চরফ্যাশন উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মিয়াজানপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ২০২৪ইং সনের দাখিল ও আলিম পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ ফেব্রুয়ারী) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন হয়।
মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আজকের শিক্ষিত জনগোষ্ঠী আগামী দিনে দেশের কর্ণধার, একটি শিক্ষিত জাতি কখনো পিছিয়ে থাকে না। আমরা আশা করি তোমরা লেখা পড়ার পাশাপাশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে। অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতী ও দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন বক্তারা।
পরে উপাধ্যক্ষ শরিফ মোহাম্মদ মনিরুল ইসলাম এর পরিচালনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।