বুধবার ● ৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইন-শৃংখলা » চরফ্যাশনে অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন
চরফ্যাশনে অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন
আমিনুল ইসলাম, চরফ্যাশন।।
ভোলার চরফ্যাশনে মৎস্যসম্পদ ধ্বংসকারী বেহুন্দী, মশারি, চরঘেরা, কারেন্টজালসহ সকল ধরনের অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার সামরাজ ঘাট সংলগ্ন মেঘনা নদীতে জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ এর নেতৃত্বে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়, চরফ্যাশন ও শশীভূষণ থানা পুলিশের যৌথ সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, এ অভিযানে জাটকা নিধনযজ্ঞ ৫ হাজার মিটার অবৈধ জাল, ৫টি মাছধরা ট্রলার ও ৪শ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে যথাযথ প্রক্রিয়ায় জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাটকা ইলিশ নিকটতম এতিমখানা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হয়।
অভিযান প্রসঙ্গে জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর এসব জালের ব্যবহার বৃদ্ধি পেলে জাটকাসহ সামুদ্রিক ও উপকূলীয় বিভিন্ন প্রজাতির মাছের ডিম, রেণু ও পোনা বিনষ্ট হবে এবং উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদনে বিরূপ প্রভাব পড়ার পাশাপাশি জলজ জীববৈচিত্র্য নষ্ট হবে। সরকার কর্তৃক নিষিদ্ধঘোষিত এসব জাল ব্যবহারকারীকে আইনের আওতায় আনতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা মৎস্য কর্মকর্তা।
অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেরিন ফিশারিজ অফিসার মো. সাইদুর রহমান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কার্যালয়ের সহকারী অফিসার আব্বাস উদ্দিন ফরাজি প্রমূখ।