বুধবার ● ৩১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » উপকুল » চরফ্যাশনে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন
চরফ্যাশনে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির চরফ্যাশন উপজেলা শাখার নবনির্বাচিত কমিটি গঠন করা হয়েছে। সমিতির রেজিস্ট্রেশন নম্বর এস-১৫৩৬(৯৬)/৯৩।
কমিটিতে আমিনাবাদ হাজীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আলমগীর হোসেনকে সভাপতি, উত্তর আয়েশাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জহির রায়হানকে সাধারন সম্পাদক ও দুলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাসানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
বুধবার (৩১ জানুয়ারী) বিকাল ৫টায় সমিতির উপজেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়।
হাজারীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবসরপ্রাপ্ত সিনিয়র সহকারী শিক্ষক ও উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মো. আবুল কালাম পালোয়ান।
বিশেষ অতিথি ছিলেন চর আইচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আলাউদ্দিন হাওলাদার, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নিজাম উদ্দিন, দক্ষিণ মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. গোলাম হোসেন সেন্টু হাওলাদার। এছাড়া সহকারী শিক্ষক পলাশ চন্দ্র দাশ, মো. ওহিদুর রহমান, মো. হাবিবুর রহমান, মো. নাছির হাওলাদার, মো. নুরনবী শিশির, মো. জহিরুল ইসলাম, মো. মাহাবুবুর রহমান, সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক জহির রায়হান প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, প্রাথমিক শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায়ে কাজ করা ও সরকারের নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে নিজেদের সর্বোচ্চ দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।