বৃহস্পতিবার ● ৭ মে ২০২০
প্রথম পাতা » শিক্ষা » এরশাদ সোহেলের কবিতা কোয়ারেন্টিন থেকে বলছি-
এরশাদ সোহেলের কবিতা কোয়ারেন্টিন থেকে বলছি-
কোয়ারেন্টিন থেকে বলছি।।
———————————— এরশাদ সোহেল।
ধূসর হয়ে গেছে আজ পৃথিবীর রঙ,
ভাল নেই আকাশের মনটা।
আমার পৃথিবী থেকে মুছে গেছে সব রঙ,
শূন্য এই হৃদয়ের কোণটা।
হৃদয়ের আষ্টেপৃষ্ঠে কান পেতে
যে কথা তুমি শুনেছিলে,
ক্ষমা করো হেঃপ্রিয়তম-
যেতে হবে হয়ত আমায়, মৃত্যুর মিছিলে।
আকাশ কাদেঁ,বাতাস কাদেঁ,কাদেঁ পৃথিবী,
আমি কাদিঁ, তুমি কাদোঁ,কাদেঁ ষোড়শী।
দূষিত শহর কাদেঁ,কাদেঁ বায়ু-জল,
হনুফা বুড়ির চোখের কোণ, করে টলমল।
কেটে যাবে আধার,তাই আলোর খোঁজে চলছি।
হেঃদয়াময় তুমি শুনছো কি?
আমি, কোয়ারেন্টিন থেকে বলছি!