সোমবার ● ১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » উপকুল » চরফ্যাসন টাউন মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত
চরফ্যাসন টাউন মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত
আমিনুল ইসলাম, চরফ্যাসন।।
নতুন শ্রেণি, নতুন ক্লাসরুম আর নতুন বই। এই তিনে মিলে ভোলা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাসন টাউন মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারি ২০২৪) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে নতুন বছরে নতুন বই বিতরণ উপলক্ষে এই উৎসব অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু জাহের ভূঁইয়া, উপজেলা মাধ্যমিক অফিসার মো. মহিউদ্দিন। এছাড়া ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন বই শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর নতুন বছরের উপহার। এই নতুন বই শিক্ষার্থীদের উজ্জীবিত ও অনুপ্রাণিত করবে। বিপুল উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে এত সুন্দর বই বিতরণ উৎসবের আয়োজন করার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান তুহিনকে ধন্যবাদ জানিয়েছেন বক্তারা।
এছাড়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও নিম্ম মাধ্যমিক বিদ্যালয়সহ দাখিল এবং এবতেদায়ী মাদ্রাসায় নতুন বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।